আই-প্যাককে নিয়ে উল্টোপাল্টা কথা বন্ধ করার নির্দেশ মমতার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সম্প্রতি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আই-প্যাক টাকা তুলে পদ দেয়, সেই টাকায় পার্টি করে। রাজনৈতিক দল চালাতে গেলে ঠিকাদারের দরকার পড়ে না।’ কল্যাণ সহ দলের ‘বেফাঁস’ নেতাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কড়া জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়  বলেন, ‘আই-প্যাককে নিয়ে এই সব উল্টোপাল্টা কথা বন্ধ করতে হবে। বিজেপির যদি পঞ্চাশটা এজেন্সি থাকে আমাদের তো একটা থাকবে। তারা ফিল্ড সার্ভে করবেন। তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। পিকের (প্রশান্ত কিশোর) আই-প্যাক এটা নয়। এটা একটা নতুন টিম। সবাই জানে এদের কোপারেশন কতটা। এদের নামে উল্টোপাল্টা কথা বন্ধ করুন।’
এদিকে এদিন নিজের বক্তব্যের সময় তৃণমূল সুপ্রিমো বলে ওঠেন, ‘আমার এমপিরা, আমার এমএলএ-রা, আমার জেলার সভাপতিরা, আমার যুবরা, আমার ছাত্ররা..। আমার আই প্যাক।’ তখন সেখানে উপস্থিত ছিলেন আই-প্যাকের কয়েকজন প্রতিনিধি। তাঁদের দেখে নেত্রীর এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ ছিল বলেই মনে করছে সকলে।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি আই-প্যাক নিয়ে তৃণমূল নেতারা অসন্তোষ বারবার প্রকাশ্যে এসেছে। বিশেষ করে দলের কিছু সিনিয়র নেতা আই-প্যাকের ভূমিকা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভপ্রকাশ করেছেন। শোনা যায়, দলের অন্দরে আই-প্যাক নিয়ে অভিযোগের সংখ্যাটা ক্রমবর্ধমান। এমনকী অতীতে নেত্রীকেও বলতে শোনা গিয়েছে, ‘প্যাক-ফ্যাক মানি না।’ কিন্তু বৃহস্পতিবার দলীয় কর্মীদের বার্তা দিতে গিয়ে মমতার মুখে অন্য কথা শোনা গেল। তিনি স্পষ্ট করে দিলেন, তৃণমূল স্তরে সমীক্ষার জন্য একটি এজেন্সির প্রয়োজন তৃণমূলের। সেই এজন্সি প্রতীক জৈনের আই-প্যাক। তাই তাঁদের নামে উলটোপালটা না বলে সহযোগিতা করতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*