অর্থ-যশ-খ্যাতির পিছনে দৌড়ানো উচিত নয়, বলতেন মমতাশঙ্করের বাবা প্রবাদপ্রতিম শিল্পী উদয়শঙ্কর। বাবা উদয়শঙ্করের নৃত্য ঘরানা এবং মা অমলাশঙ্করের শিক্ষণ—এই দুই বিষয়কে ব্যাকরণসম্মতভাবে অনুসরণ করে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিয়ে চলেছেন মমতাশঙ্কর। বলেন, বাবা শুধু কোনও নৃত্যশৈলীর সৃষ্টি করে যাননি। উদয়শঙ্কর একটা দর্শনের নাম। একটি পরিপূর্ণ জীবনদর্শন। তাই উদয়নে নাচ শিখে যাঁরা বেরিয়ে যান, তাঁরাও এর টানে বারবার ফিরে আসেন এখানে। দেবীপক্ষ বলে শুধু নয়, উদয়ন মহিলাদের তথা সমাজের যে কোনও বিষয়কেই তুলে ধরে নৃত্যের মাধ্যমে।
দেখুন কী বললেন মমতাশঙ্কর রোজদিন-কে—
Be the first to comment