মমতার শীতলকুচির অডিয়ো টেপ নিয়ে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন

Spread the love

এবার মমতার প্রকাশ্যে আসা অডিয়ো টেপ নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন৷ গতকাল দিল্লিতে বিজেপির প্রতিনিধি দল অডিয়ো ক্লিপ নিয়ে নির্বাচন কমিশনের কাছে একটি স্মারকলিপি জমা দেন ৷ তারপরই আজ রিপোর্ট চেয়ে পাঠানো হয় কমিশনের তরফ থেকে ৷

পঞ্চম দফা ভোটের আগে একটি অডিয়ো টেপ প্রকাশ্যে আনে বিজেপি ৷ তাদের দাবি ছিল, অডিয়ো ক্লিপের একপ্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর শোনা যাচ্ছে ৷ আর অন্যপ্রান্তে শোনা যাচ্ছে শীতকুচিতে তৃণমূলের প্রার্থী তথা কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায়ের কণ্ঠস্বর ৷ চতুর্থ দফায় ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয় ৷

বিজেপির বক্তব্য, ওই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় পার্থপ্রতিম রায়কে এই নিয়ে ফোন করেছিলেন ৷ প্রকাশ করা অডিয়ো ক্লিপে মহিলা কণ্ঠস্বরকে বলতে শোনা যায়, যে চারজনের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে যেন এফআইআর করতে দেওয়া না হয় ৷

পুলিশের কাছে যেন কোনও আইনজীবীকে দিয়ে অভিযোগ করানো হয় ৷ পরিবার ভোটের পর অভিযোগ জানাবে ৷ ওই মহিলা কণ্ঠ আরও বলেন যে, ভোট বানচাল করতে বিজেপি এটা করেছে ৷ এনপিআর, ডিটেনশন ক্যাম্প করতে এসব করা হচ্ছে৷ সেই দিকে তিনি নজর রাখার নির্দেশ দেন ৷ পাশাপাশি এই ঘটনা কারা ঘটিয়েছে, সেটাও জানতে চাওয়া হয় ৷ উল্টোদিক থেকে যখন কেন্দ্রীয় বাহিনীর নাম শোনা যায়, তখনই ওই মহিলা কণ্ঠস্বরকে নির্দেশ দিতে শোনা যায় যে কেন্দ্রীয় বাহিনী, জেলার পুলিশ সুপার, আইসিকে ‘ফাঁসানো’ হবে ৷ একই সঙ্গে অডিয়োতে শোনা যাচ্ছে যে মৃতদেহ নিয়ে মিছিল করার কথা বলা হচ্ছে ৷

এই অডিয়ো টেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে দাবি করা হয় বিজেপির পক্ষ থেকে ৷ কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের ফাঁসানোর কথা কীভাবে তিনি বলতে পারেন সেই প্রশ্নের পাশাপাশি বিজেপি দাবি করে তৃণমূল সুপ্রিমো এসব বলে, বঙ্গ ভোটে আরও মেরুকরণ করতে চান ৷ তাই এইসব নির্দেশ তিনি দিয়েছেন ৷ গতকাল দিল্লিতে বিজেপির প্রতিনিধি দল, এনিয়েই নির্বাচন কমিশনের কাছে একটি স্মারকলিপি জমা দেন ৷ এরপরই আজ নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে রিপোর্ট চেয়ে পাঠানো হয় ৷

অন্যদিকে অমিত মালব্যের অডিয়ো প্রকাশ্যের পরদিনই গলসির সভা থেকে অডিয়ো ক্লিপ নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, “আমি কার সঙ্গে কথা বলছি তা ট্য়াপ করা হচ্ছে ৷ এটা একটা বড় দুর্নীতি ৷ কে আমার ফোনে আড়ি পাতছে আমি জানতে চাই ৷ আমি সিআইডি তদন্তের নির্দেশ দেব ৷ সবার ফোনে আড়ি পাতছে কেন্দ্রীয় সরকার ৷ আমি জানি কারা আড়ি পাতছে ৷ সরকার গড়ার পর আমি তদন্তের নির্দেশ দেব ৷”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*