“নতুন ইনিংস দেখার জন্য মুখিয়ে রয়েছি”, সৌরভকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Spread the love

দেশের পাশাপাশি বাংলার নামও উজ্জ্বল করেছো ! কার্যত এই ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছাবার্তা পাঠালেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। নাটকীয়ভাবে মাঝরাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পক্ষ থেকে টুইট বার্তায় প্রশংসা ও অভিনন্দনে ভরিয়ে দেওয়া হলো সদ্য় মনোনীত বোর্ড প্রেসিডেন্টকে।

মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সকালেই সৌরভকে টুইটে লেখেন, বোর্ড প্রেসিডেন্ট পদে সর্বসম্মত ভাবে নির্বাচিত হওয়ার জন্য সৌরভকে অভিনন্দন। অজস্র শুভেচ্ছা রইল। তুমি ভারত ও বাংলাকে গর্বিত করেছো। সিএবি প্রেসিডেন্ট হিসেবেও তোমার কাজে গর্বিত। একটা দুর্দান্ত ইনিংসের অপেক্ষায় থাকলাম।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/posts/2746118085455515

রিপোর্ট অনুযায়ী, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় এবার ভারতীয় ক্রিকেটের মসনদে বসতে চলেছেন। গত রবিবার বোর্ডের নাটকীয় মোড়ে বিসিসিআই-এর প্রেসিডেন্ট হতে চলেছেন ‘দাদা’। প্রথমে ব্রিজেশ প্য়াটেলের নাম ঠিক হলেও পরে জানা যায় সৌরভই বোর্ডের প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিতে চলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পুত্র জয় শাহ হতে চলেছেন বোর্ডের নয়া সচিব। অন্যদিকে অরুণ ধুমাল হবেন বিসিসিআইয়ের নয়া কোষাধ্যক্ষ। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ।

রবিবার রাতে সূত্র মারফৎ জানা গিয়েছে, গাঙ্গুলি এখন প্রেসিডেন্ট পদে মনোনীত। সোমবার এই পদের জন্য় সে মনোনয়ন দেবে। এদিন বোর্ডের বৈঠকে সকল প্রতিনিধিরা মিলিত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত কোহলিদের নতুন বোর্ড গঠন নিয়ে গত শনিবার থেকেই শুরু হয়েছে নতুন বিতর্ক। যা প্রায় রুদ্ধশ্বাস থ্রিলারে পরিণত হয়েছে। সোমবার অর্থাৎ আজই বোর্ডের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সব ঠিক থাকলে সৌরভই যে সিংহাসনে বসতে চলেছেন তা প্রায় নিশ্চিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*