গত বছর এইমসে যখন কিডনি প্রতিস্থাপনের জন্য অরুণ জেটলি ভর্তি ছিলেন তখন বারবার তাঁর খোঁজ নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতবর্ষের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই খবর কালীঘাটে পৌঁছতেই টুইটে শোক জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি শেষ শ্রদ্ধা জানাতে দিল্লি যাবেন কিনা এখনও স্পষ্ট নয়। মুখ্যমন্ত্রী টুইটার ও সোশ্যাল মিডিয়ায় বলেছেন, “জেটলিজি ছিলেন একজন অসাধারণ সাংসদ এবং মেধাবি আইনজীবী। ভারতের রাজনীতিতে তাঁর অবদান মানুষ মনে রাখবে। তাঁর আমি মৃত্যুতে আমি খুবই মর্মাহত”।
পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২
স্মারক সংখ্যাঃ ২২৫/আইসিএ/ এনবি
তারিখঃ ২৪/০৮/২০১৯
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ নতুন দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রীর দায়িত্ব ছাড়াও তিনি প্রতিরক্ষা, আইন ও বিচার, তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
তিনি ছিলেন এক অসাধারণ সাংসদ, বিশিষ্ট আইনজীবী ও অন্যান্য রাজনৈতিক দলের কাছেও সমাদৃত ব্যক্তিত্ব। তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল।
আমি অরুণ জেটলির আত্মীয়পরিজন ও তাঁর অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।
মমতা বন্দ্যোপাধ্যায়
Be the first to comment