‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর বিশেষ এপিসোডে অন্যরূপে নরেন্দ্র মোদী, দেখুন ভিডিও!

Spread the love

দেশের প্রধানমন্ত্রী হয়ে, একজন বিশ্বনেতা হয়েও সব পরিস্থিতিতে শান্ত থাকেন নরেন্দ্র মোদী। তিনি জিম কর্বেট পার্কের দুর্গম পথ, জঙ্গল, বাজে আবহাওয়া সব কিছুকে জয় করেন। আর বিশেষ করে সঙ্কটের সময় শান্ত থাকেন মোদী। এমনই মতপ্রকাশ করলেন ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর সঞ্চালক বিয়ার গ্রিলস। প্রসঙ্গত ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর একটি বিশেষ এপিসোডে বিয়ার গ্রিলসের সঙ্গে নরেন্দ্র মোদীকে দেখা যাবে। এপিসোডটি ১২ তারিখ সম্প্রচারিত হবে। তার আগে সামনে এলো এপিসোডটির কিছু টিজার।

মোদী প্রসঙ্গে গ্রিলস আরও বলেন, আমরা প্রায়ই পোডিয়ামের পিছনে রাজনীতিবিদদের স্যুট পড়ে দেখি। সেখানে তাঁদের স্মার্ট দেখায় কিন্তু জঙ্গলে পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা। আপনি যত বড় নেতাই হন, জঙ্গলে তাতে কিছু এসে যায় না। আমরা জিম করবেট ন্যাশনাল পার্কে থাকাকালীন মুষলধারে বৃষ্টি হয়। আমাদের ক্যামেরাম্যানরা সেই অবস্থায় খেই হারিয়ে ফেললেও প্রধানমন্ত্রী খুব শান্ত ছিলেন। পুরো যাত্রা তিনি খুব শান্ত ছিলেন।

উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে হয়েছে অনুষ্ঠানের শুটিং। ন্যাশনাল পার্কের বন্যপ্রাণীদের সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এখানে বিপদ নেই। আমরা যখন প্রকৃতির বিরুদ্ধে যাই, তখনই বিপদের সূত্রপাত হয়। মানুষও বিপজ্জনক হয়ে ওঠে। আমরা যদি প্রকৃতির সঙ্গে সহযোগিতা করি তাহলে প্রকৃতিও আমাদের সঙ্গে থাকবে।

গ্রিলসকে মোদী আরও জানান, কিশোর অবস্থায় তিনি বাড়ি ছেড়েছিলেন। ঘর ছাড়ার পর বেশ কিছুটা সময় হিমালয় অঞ্চলে কাটিয়েছিলেন তিনি। যা শুনে বাঘের সঙ্গে মোকাবিলা করার জন্য গ্রিলস তাঁকে একটি অস্ত্র বানিয়ে দেন। বাঘের সামনে পড়লে কীভাবে আত্মরক্ষা করতে হবে, সেই কৌশলও ভারতের প্রধানমন্ত্রীকে শেখান গ্রিলস। কিন্তু মোদী জানান, তাঁর সংস্কৃতি তাঁকে কারও প্রাণ নিতে শেখায়নি।

দেখুন ভিডিও!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*