দীর্ঘদিন রোগভোগের পর প্রয়াত সিপিএম নেতা তথা বাংলার প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়। আজ, মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন তাঁর কন্যা হিয়া মুখোপাধ্যায়। হিয়া আজ তাঁর পোস্টে লিখেছেন, ”লস্ট মাই ফাদার”, অর্থাৎ “বাবাকে হারালাম”। মৃত্যুকালে মানব মুখোপাধ্যায়ের বয়স হয়েছিল ৬৭ বছর।
মাস কয়েক আগে স্ট্রোক হওয়ার পর মল্লিকবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মানব মুখোপাধ্যায়। ডঃ জয়ন্ত রায়ের অধীনে চিকিৎসাধীন ছিলেন দীর্ঘদিন। তারপর কিছুটা স্থিতিশীল হতেই ছুটি দেওয়া হয়। বাড়ি যান তিনি। সম্প্রতি অবস্থার অবনতি হওয়ার পর তাঁকে ফের হাসপাতালে আনা হয়।
পারিবারিক সূত্রে খবর, চিকিৎসা কল্যাণের জন্য মানববাবুর দেহ এবং চোখ দান করা আছে। ওনার দেহ মঙ্গলবার পিস হেভেনে রাখা হবে। আগামিকাল, বুধবার কলকাতা মেডিকেল কলেজে দেহ দান করা হবে বলে জানা গিয়েছে। তার আগে শেষ শ্রদ্ধার জন্য আলিমুদ্দিন স্ট্রিটে পার্টির রাজ্য দফতরে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ।
সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, “জীবন যুদ্ধের দীর্ঘ লড়াই শেষে কমরেড মানব মুখোপাধ্যায় আর আমাদের মাঝে রইলেন না। কমরেড মানব মুখোপাধ্যায় লাল সেলাম।”
১৯৯১ সালে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার নির্বাচনে লড়াই করেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন মানব মুখোপাধ্যায়। ২০১১ সাল পর্যন্ত বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে টানা বিধায়ক ছিলেন তিনি। ২০১১ সালের নির্বাচনে লড়াই করেননি। বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় দু’বার মন্ত্রী হয়েছিলেন মানব মুখোপাধ্যায়। প্রথমবার তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং পরের দফায় পর্যটন মন্ত্রী ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া।
জানা গিয়েছে, এদিন চক্ষুদানের পর পিস ওয়ার্ল্ডে মরদেহ রাখা হবে। কাল ৩০ নভেম্বর সকাল ১০ টায় বেড়িয়ে বেলেঘাটা পূর্বতন জোন অফিস, ১১টায় পার্টি রাজ্য দপ্তর, ১১-৩০টায় জেলা দপ্তর হয়ে বেলা ১২-৩০ টায় মিছিল করে কলকাতা মেডিকাল কলেজে দেহদান করা হবে।
Be the first to comment