আইকোর মামলায় জলসম্পদমন্ত্রী মানস ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদ করলো সিবিআই। সোমবার খাদ্যভবনে রাজ্যের মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের দাবি।
সূত্রের খবর, আইকোরের একটি অনুষ্ঠান মঞ্চে দেখা গিয়েছিল মানস ভুঁইয়াকে। সেই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যও রেখেছিলেন তিনি। এই কর্মসূচির একটি ভিডিয়োর ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় সিবিআই।
সোমবার সকালে সংবাদ সংস্থার তরফে জানানো হয়, তাঁর নির্বাচনী এলাকায় বন্যা পরিস্থিতির জন্য হাজিরা দিতে পারছেন না মানস ভুঁইয়া। তবে সূত্রের দাবি, এদিন সিবিআই-এর তরফে জিজ্ঞাসাবাদ করা হয়েছে রাজ্যের মন্ত্রীকে। এর আগে গত, ১৩ সেপ্টেম্বর এই আইকোর মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আইকোরের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। আর সেই কারণেই তাঁকে তলব করা হয়েছিল।
Be the first to comment