শিশুধর্ষণ কান্ডে দোষীদের শাস্তির জন্যে আইন পরিবর্তনের দাবি তুললেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যান মন্ত্রী মানেকা গান্ধী। তিনি জানান, কাঠুয়া গণধর্ষণকাণ্ডের নৃশংসতা দেখে তিনি গভীরভাবে আহত। শুধু কাঠুয়াকাণ্ড নয়, সাম্প্রতিক কালে দেশের মধ্যে যেভাবে শিশুধর্ষণ বেড়ে গিয়েছে, তা নিয়ে তিনি চিন্তিত। তাই তিনি মনে করেন শিশুদের ওপর যৌন নির্যাতনের মতো অপরাধমূলক কাজে যুক্তদের মৃত্যুদণ্ড হওয়া উচিত।
পাশাপাশি তিনি আরও জানান, সোমবার নারী ও শিশু কল্যান মন্ত্রকের তরফে মন্ত্রিসভায় পক্সো আইন পরিবর্তনের প্রস্তাবে একটি আবেদন পেশ করা হবে। সেই প্রস্তাবে ১২ বছরের নীচে শিশুদের ওপর যৌন নির্যাতনে দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ডের দাবি জানানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
Be the first to comment