
রোজদিন ডেস্ক, কলকাতা:- বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বিজেপির একাধিক বিধায়কের বিধানসভা থেকে সাসপেনশনের পর এবার আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চলেছে বিজেপি। সোমবার রাজ্য বিধানসভার সামনে দাঁড়িয়ে সেকথা স্পষ্ট করে দিলেন শুভেন্দুবাবু। রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পুজো বন্ধের ঘটনা নিয়ে আলোচনা চেয়ে সাসপেন্ড হওয়ায় তিনি গর্বিত বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। সঙ্গে জানান, এর পর থেকে সাসপেনশনের মেয়াদ পর্যন্ত যতদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী হাজির থাকবেন ততদিন বিধানসভার গেটে বিক্ষোভ দেখাবেন বিজেপি বিধায়করা। এমনকী সাসপেনশন চলাকালীন বিধানসভার ভাতা নেবেন না বলেও ঘোষণা করেন শুভেন্দু।
এদিন শুভেন্দু অধিকারী জানান, “হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড হয়েছি, হিন্দু বাড়িতে মা-বোনেরা দু’হাত তুলে আশীর্বাদ করবেন।” আর সেই কারণেই আগামিকাল, অর্থাৎ মঙ্গলবার সাসপেনশনের সেলিব্রেশন হবে জানিয়ে দিলেন বিরোধী দলনেতা। তিনি এও জানিয়েছেন, যখন বিধানসভা চলবে সেই একই সময়ে চলবে বিজেপির বিক্ষোভ ও প্রতিবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর বক্তব্য রাখবেন, সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখবেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই মতো সোশ্যাল মিডিয়ায় একটি পাতাও তৈরি করা হচ্ছে। পাতার নাম দেওয়া হচ্ছে ‘বিজেপি লেজিসলেচার পার্টি’। বিরোধী দলনেতার নিজস্ব সমাজমাধ্যমের পাতা এবং এই নতুন সমাজমাধ্যম পাতা থেকে বিজেপির পরিষদীয় দলের কর্মসূচি সম্প্রচার করা হবে।
পাশাপাশি তিনি জানান, “যে দিন মুখ্যমন্ত্রী আসবেন, তাঁকে ‘শেম শেম’ জানিয়ে বয়কট করব। আগামিকাল বিজেপি বিধায়কেরা বিধানসভার গেটের সামনে বসে প্রতিবাদ করবেন।”
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমবার শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্যে একটি অগণতান্ত্রিক সরকার চলছে। এই সরকার সংবিধানকে মানে না। সংসদীয় ব্যবস্থাকে সম্মান করে না। হাউজের রীতিনীতি মানে না। সংখ্যার জোর দেখিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করতে চায়।”
এদিন শুভেন্দু অধিকারী তাঁর সাসপেনশনকে অবৈধ বলে দাবি করে বলেন, “হিন্দুদের হয়ে কথা বলার জন্য আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে। সরস্বতী দেবীর আরাধনা এবার যেভাবে আটকানো হয়েছে অতীতে কখনওই তা হয়নি।” এদিন সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে মুসলিম তোষণকারী বলে আখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “আমরা ব্রিটিশদের সময়ে বহরমপুর সেন্ট্রাল জেলে সরস্বতী পুজো বন্ধের ফতোয়া দেখেছি, নেতাজি সুভাষচন্দ্র বসুকে অগ্রাহ্য করে পুজো করার কথা ইতিহাস বইতে পড়েছি। আজ আপনারা যা দেখেছেন তা ভয়ংকর।”
এদিন যে সরস্বতী পুজো নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে গিয়ে বিধানসভা উত্তাল হল, সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, “এই নিয়ে আলোচনার ক্ষেত্রে ওদের কোনও সমস্যা থাকার কথা নয়। আসলে রাজ্যে একটা হিন্দু বিরোধী সরকার চলছে। হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস সরকারের কাজকর্ম মুসলিম লিগকেও হার মানাবে।” তাঁর অভিযোগ, “সুদখোর ইউনুস মোল্লা বাংলাদেশে যা করছে, একইভাবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও একই কাজ করছে।”
উল্লেখ্য, সরস্বতী পুজো নিয়ে মুলতুবি প্রস্তাব আনার দাবি অধ্যক্ষ না-মানায় এদিন বিধানসভায় তুমুল হই-হট্টগোল করেন বিজেপি বিধায়করা ৷ কাগজ টুকরো করে ছোড়া হয় ৷ এই ঘটনার জেরে শুভেন্দু অধিকারী-সহ চারজন বিজেপি বিধায়কে অধিবেশন শেষ হওয়া পর্যন্ত, অথবা ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হচ্ছে বলে জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷
Be the first to comment