শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর চার্জশিটে মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী এবং মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের নাম রয়েছে বলে জানা গেছে।
এর আগে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করা হয়েছিল। এটি দ্বিতীয় চার্জশিট। আপাতত জেল হেফাজতেই রয়েছেন মানিক ভট্টাচার্য ।আজ তাঁর হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় ব্যাংকশাল কোর্টে পেশ করা হয় তাঁকে। ৫৭ দিনের মাথায় এই চার্জশিট বলে জানা যাচ্ছে। ইডি সূত্রে খবর মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যের দুই সংস্থার নামও রয়েছে। রাজিব প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠার পাশাপাশি টাকা পাচারের মামলা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট – এ মানিকের বিরুদ্ধে চার্জশিট। মানিক এবং তাঁর ঘনিষ্ঠদের প্রায় ৩০ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি মিলেছে । সেই তথ্য চার্জশিটে রয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।
Be the first to comment