কোর্টরুমে কান্নায় ভেঙে পড়লেন মানিক ভট্টাচার্য

Spread the love

১৫০ পাতার চার্জশিট সমেত বুধবার প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছে মানিক ভট্টাচার্যকে। এখনও পর্যন্ত এই মামলায় ৫,২৪৭ টি নথি ও ৬০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইডি। মানিকের স্ত্রী ও ছেলেকে সৌভিক ভট্টাচার্য এখনও গ্রেফতার করা হয়নি, তবে তাঁদের ভূমিকা কী ছিল, তা নিয়ে তদন্ত চলছে বলে উল্লেখ করেছেন ইডি-র আইনজীবীরা। প্রায় ২৯ কোটি টাকার হিসেব পাওয়া গিয়েছে বলেও ইডি-র তরফে জানানো হয়েছে। এছাড়া চার্জশিটে নাম রয়েছে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের। এরপর বুধবার আদালতে স্ত্রী এবং ছেলের কথা উঠতেই কার্যত এজলাসেই ভেঙে পড়েন মানিক ভট্টাচার্য।

এদিন ইডির তরফ থেকে জানানো হয়,প্রাক্তন পর্ষদ সভাপতির নামে থাকা মোট ৬১ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৭.৯ কোটি টাকা ছিল, যা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে মিউচুয়াল ফান্ড ও শেয়ারের টাকাও। যদিও এটা সম্পত্তি বহির্ভূত হিসেব। চার্জশিটে স্ত্রী ও ছেলের নামের উল্লেখ রয়েছেই শুনেই কার্যত আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি। বুধবার তাঁকে আদালতে পেশ করা হয়েছিল। এদিনই চার্জশিট পেশ করেছে ইডি, আর তাতে রয়েছে মানিকের স্ত্রী ও পুত্রের নাম। আদালতে ইডি একথা জানানোর পরই ভেঙে পড়েন মানিক। আদালক কক্ষ থেকে বেরিয়ে তাঁর আইনজীবীর কাছে চলে যান মানিক ভট্টাচার্য। তাঁকে গিয়ে বলেন, “আমাকে মেরে ফেলো, কিন্তু আমার ছেলে ও স্ত্রীকে জডিয়ো না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*