মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অফিসের দায়িত্বে থাকা দীর্ঘদিনের সঙ্গী মানিক মজুমদার আজ প্রয়াত হয়েছেন। সদা হাস্যময় মানিকবাবু দীর্ঘ চার দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী ছিলেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মানিকবাবুর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর প্রয়াণে রোজদিন-এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করি ও তাঁর আত্মার শান্তি কামনা করি।
বহু দিনের সহযোদ্ধাকে হারিয়ে শোকবিহ্বল মুখ্যমন্ত্রী। টুইটবার্তায় তিনি জানিয়েছেন, ‘চারদশক ধরে আমার সহকর্মী ছিলেন মাণিক দা (মজুমদার)। তাঁকে হারিয়ে আমি গভীর বেদনাহত। তিনি সর্বদা হাসি মুখে নিঃশব্দে কাজ করতেন। তাঁর অভাব আমরা সকলে অনুভব করব।’
মাণিক মজুমদারের মৃত্যুর জেরে শনিবার তৃণমূলের সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। বাইপাসের ধারে তৃণমূল কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়াও প্রতিটি দলীয় কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাজপেয়ী জমানায় রেলমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দফতর সামলানোর দায়িত্বে ছিলেন মাণিক মজুমদার। স্বল্পভাষী মানুষটি সবার প্রিয় পাত্র ছিলেন। নেত্রীর দীর্ঘ লড়াইয়ের সাথী হলেও কোনও দিন তৃণমূলের কোনও পদ সামলাতে চাননি তিনি। এমনকী কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দফতর ছেড়েও যাননি। বিরোধী নেত্রী হোক বা মুখ্যমন্ত্রী, কালীঘাটের বাড়িতে তাঁকে এড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা ছিল কার্যত অসম্ভব কাজ।
Be the first to comment