মিলল না হিসাব, আজ ফের মানিক ঘনিষ্ঠ তাপসকে তলব ইডির

Spread the love

নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মুখোমুখি হতেই বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সল্টলেকের সিজিও কমপ্লেক্সের দফতরে বেলা পৌনে ১২টা নাগাদ হাজির হয়েছিলেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। দীর্ঘ ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। রাত সাড়ে দশটার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় তাপসকে ঘিরে ধরেন সাংবাদিকরা। এদিন সাংবাদিকদের তাপস জানান, “২১ কোটি টাকার অঙ্কটা মিলছে না। হিসাবের একটা গন্ডগোল আছে। আমি বলেছি, শরীরটা খারাপ আছে, আজ ছেড়ে দিন, কালকে এসে হিসাবটা দিয়ে দেব।”

দুর্নীতি-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাপসকে এর আগেও তলব করেছিল ইডি। কিন্তু গত তিন বারের সেই জিজ্ঞাসাবাদ পর্ব এত দীর্ঘ হয়নি। সূত্রের খবর, অফলাইন রেজিস্ট্রেশনের জন্য নেওয়া টাকা লোক পাঠিয়ে মানিক সংগ্রহ করতেন বলে ইডিকে ‘তথ্য’ দিয়েছেন তাপস। বুধবার এই অফলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত আর্থিক লেনদেনের হিসাব দিতেই ইডির দফতরে যান তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মানিকের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। পাশপাশি এও জানান, আজ, বৃহস্পতিবার ফের সকাল ১১টায় অডির দফতরে হাজিরা দেওয়ার কথা রয়েছে তাপসের।

বুধবার মানিকের ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস জানান, অফলাইন রেজিস্ট্রেশনের জন্য টাকা নেওয়া হত। সেই লেনদেন হত মহিষবাথানে তাপসেরই একটি অফিসে। তবে ওই টাকা মানিকের কাছ থেকে কোথায় যেত, তা তাঁর জানা নেই। প্রসঙ্গত, তাপস যে মহিষবাথানের অফিসের কথা বলেছেন, সেখানে ইডি গত ১৫ অক্টোবর অভিযান চালিয়েছিল। ওই অফিস থেকে বেশ কিছু নথিও উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*