শুক্রবার মহিলাদের টেবিল টেনিসের ডাবলসে রুপো জিতেছিলেন মনিকা বাত্রা। শনিবার টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসে সিঙ্গাপুরের প্রতিপক্ষকে হারিয়ে সোনা জিতলেন মনিকা। প্রথম ভারতীয় মহিলা হিসেবে কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসের সিঙ্গলসে সোনা জিতলেন তিনি।
ফাইনালে সিঙ্গাপুরের মেঙ্গুই ইউকে স্ট্রেট গেমে হারালেন ভারতীয় মনিকা বাত্রা। খেলার ফল মনিকার ১১-৭, ১১-৬, ১১-২, ১১-৭। গোল্ড কোস্টে এই নিয়ে ভারতের ২৪তম সোনা। এবারের কমনওয়েলথ গেমসে এই নিয়ে তৃতীয় পদক জিতলেন মনিকা। দলগত ইভেন্টে সোনা, ডাবলসে রুপো এবং সিঙ্গলসে ফের সোনা জয় দিল্লির ২২ বছর বয়সী এই তরুণীর।
Be the first to comment