ম্যানিলায় আসিয়ানে সাক্ষাৎ ট্রাম্প-মোদির

Spread the love

ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান সম্মেলনে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসিয়ানের ৫০ বৎসর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছিল ১২ই নভেম্বর। ফিলিপিন্সের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তের ডাকে এই ভোজ সভা আয়োজিত শহরের SMX কনভেশন সেন্টারে। মোদি ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হয় সেই প্রীতি ভোজের অনুষ্ঠানে। স্বল্প সময়ের মধ্যেই দুই নেতা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। ভারতীয় বিদেশ মন্ত্রকের বিবৃতি হলো এই যে, ভারত আমেরিকা একমত হয়েছে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকার সমৃদ্ধি বিস্তারে তারা হাতে হাত মিলিয়ে কাজ করেন। শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে বিশ্বের দীর্ঘমেয়াদি স্বার্থরক্ষায় এই দুই নেতার সাক্ষাৎকার খুবই গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। আজ ১৩ই নভেম্বর সোমবার প্রধানমন্ত্রী ও টাম্পের মধ্যে পূর্ণাঙ্গ বৈঠক। এই বৈঠক থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে আসবে বলে অভিজ্ঞ মহলের ধারণা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*