
রোজদিন ডেস্ক, কলকাতা:- ইস্তফা দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে রবিবার বিকেলে দেখা করে হাতে তাঁর ইস্তফাপত্র তুলে দেন। এদিনই সকালে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন বলে জানা গিয়েছে।
২০২৩ সালের মে মাস থেকে মেইতেই ও কুকি জনজাতির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল মণিপুর। এখনও অশান্ত উত্তর-পূর্বের এই রাজ্যটি। এমনই আবহে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী ৷
এদিন এন বীরেন সিং যখন রাজ্যপালের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিতে যান তখন তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র ও রাজ্য বিজেপির সভাপতি এ শারদা। এছাড়া বিজেপি এবং নাগা পিপল’স ফ্রন্ট-এর (এনপিএফ) ১৪ জন বিধায়কও ছিলেন। রাজ্যপালের সঙ্গে দেখা করে এন বীরেন সিং সোজা মুখ্যমন্ত্রীর সচিবালয়ে চলে যান। ইস্তফাপত্রে তিনি জানিয়েছেন, মণিপুরবাসীর জন্য কাজ করতে পারাটা তাঁর কাছে সৌভাগ্যের।
এর আগে শনিবার বীরেন সিং মুখ্যমন্ত্রীর সচিবালয়ে বিজেপি এবং এনডিএ জোটের শরিক দলগুলির বিধায়কদের ডেকে পাঠান। সেখানে তিনি আসন্ন বিধানসভা অধিবেশন নিয়ে আলোচনা করেন। মণিপুর বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা আগামিকাল, ১০ ফেব্রুয়ারি। অধিবেশন শুরুর প্রথমে বিরোধী কংগ্রেস এন বীরেন সিংয়ের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করবে বলে জানা গিয়েছিল। তার আগে পদত্যাগ করলেন তিনি।
গত বছরের শেষ দিন মুখ্যমন্ত্রী বীরেন সিং মণিপুরের হিংসার ঘটনার জন্য ‘দুঃখ’ প্রকাশ করেছিলেন। ৩১ ডিসেম্বর তিনি বলেছিলন, “সারা বছরটা খুব খারাপ কেটেছে। রাজ্যে যা ঘটেছে, তার জন্য আমি রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার অনুশোচনা হচ্ছে। আমি ক্ষমা চাইছি। বিগত তিন-চার মাসে শান্তি ফিরে এসেছে। আমি বিশ্বাস করি যে, ২০২৫ সালে রাজ্যে স্বাভাবিক অবস্থা পুনর্বহাল হবে।” এবার পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী।
#WATCH | Manipur CM N Biren Singh hands over the letter of resignation from the post of Chief Minister to Governor Ajay Kumar Bhalla at the Raj Bhavan in Imphal. pic.twitter.com/xCoiQUsmgQ
— ANI (@ANI) February 9, 2025
Be the first to comment