রাজ্যের ইতিহাসে সবচেয়ে খারাপ ঘটনা বলে মন্তব্য মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের। মণিপুরে ভয়াবহ ধস প্রসঙ্গে তিনি বলেন, ৮১ জনকে আমরা হারিয়েছি। যাঁদের মধ্যে ১৮ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান। প্রায় ৫৫ জন এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন। মৃতদেহগুলি উদ্ধার করতে আরও দু’তিন দিন সময় লাগবে বলে জানান তিনি। ধসের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১। উদ্ধারকাজ খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধসে এখনও নিখোঁজ ১২ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান। এখনও চলছে উদ্ধার কাজ। উদ্ধারকাজে নামানো হয়েছে ভারতীয় সেনা বাহিনী, অসম রাইফেলস ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। ওয়াল ব়্যাডারের মাধ্যমেও চলছে উদ্ধার কাজ। মৃতদেহ শনাক্ত করতে ব্যবহার করা হচ্ছে স্নিফার ডগ।
শুক্রবার পর্যন্ত ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। সেনা বাহিনীর এক কর্মকর্তার মতে, আবহাওয়াও খারাপ হওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় প্রশাসনিক সূত্রের দাবি, রেলকর্মী, এলাকার বাসিন্দা এবং জওয়ান মিলিয়ে প্রায় ৬০ জনের খোঁজ মিলছে না। নিখোঁজদের মধ্যে বাংলারও কয়েকজন আছেন।
Be the first to comment