মনিপুরের পাহাড় চিরে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা রেল ব্রিজ

Spread the love

আর বছর তিনেকের অপেক্ষা। মনিপুরের পাহাড় চিরে  তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা রেল ব্রিজ। এখনও পর্যন্ত বিশ্বের সবথেকে লম্বা রেল ব্রিজটি ইউরোপের মন্টেনেগ্রো-র মালা রিজেকা ভয়াডাক্ট। লম্বায় যা ১৩৯ মিটার । মনিপুরের রেল ব্রিজটি সেই উচ্চতাই  ছাড়াতে চলেছে বলে দাবি উত্ত-পূর্ব রেল কর্তৃপক্ষের।ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে রেল ব্রিজের পিলার। চলছে রেল লাইন তৈরির কাজ।তিন বছরের মধ্যেই গোটা রেল সেতু তৈরি হয়ে যাওয়ার আশ্বাস উত্তর-পূর্ব রেলের
সবুজ পাহাড়ে ঘেরা মনিপুরের নোনে অঞ্চল। বৃহৎ পাহাড়ের মাঝে বয়ে যাচ্ছে স্বচ্ছ নীল ইজাই নদী। সেই নদীর উপরেই গড়ে উঠছে বিশ্বের সবচেয়ে লম্বা রেল ব্রিজ, যা উচ্চতায় ১৪১ মিটার । মন্টেনেগ্রো রেল ব্রিজ থেকে যার ফারাক হবে ২ মিটারের। উত্তর-পূর্ব রেলওয়ের পাবলিক রিলেশন অফিসার এস কে ওঝ জানাচ্ছেন, এই প্রোজেক্ট উত্তর-পূর্ব রেলওয়ের স্বপ্নের।দীর্ঘ দিনের পরিকল্পনার ফসল। মনিপুর বিশাল অংশকে এই রেল সেতু জুড়বে।
জেনে নিন সবেচেয়ে এই রেল সেতুর সম্পর্কে দুই-এক কথা..

রেল সেতুর ব্যাপ্তি ৭০৩ মিটারমনিপুরের ১১১ কিমি-র রেল পথকে জুড়বে এই সেতু১১১ কিমি রেল পথ জিরিবাম-টুপুল-ইম্ফল নিয়েসেতুটি তৈরি হচ্ছে মোট ৪৫ টি টানেল নিয়ে

৪৫টি-র মধ্যে ১২ নম্বর টানেলটি  উত্তর-পূর্ব রেলের সবচেয়ে দীর্ঘ টানেল হতে চলেছে। যার বিস্তার ১০.২৮০ কিলোমিটার। সেতুর পিলারগুলি তৈরি হচ্ছে স্টিল-লোহার সমন্বয়ে।

মনিপুরের পর্যটনেও বিশেষ গুরুত্ব পাবে এই রেল সেতু। বিশ্বের সবচেয়ে লম্বা রেল সেতু তৈরি হচ্ছে এদেশেই, তাই এটিকে জাতীয় প্রোজেক্ট বলেই মনে করছে উত্তর-পূর্ব রেল।এখনও ঠিক হয়নি সেতুর নাম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*