রাজনীতিতে আম আদমি পার্টি কীভাবে টিকে থাকবে? দল গঠনের সময় এমনই সব প্রশ্নের মুখে পড়তে হয়েছিল AAP নেতৃত্বকে ৷ রবিবার শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়ার আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনই জানালেন কেজরির অন্যতম সহযোগী মনীশ সিসোদিয়া ৷
রামলীলা ময়দানে তৃতীয়বারের জন্য আজ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর সঙ্গে দলের আরও ছ’জন সদস্য আজ শপথ নেন ৷ মনীশ সিসোদিয়া জানান, আমরা যখন রাজনীতিতে এসেছিলাম, মানুষ আমাদের বলেছিল এই দেশে জাতি-ধর্ম নিয়ে রাজনীতি হয় ৷ আপনারা কীভাবে টিকে থাকবেন? কিন্তু, আমরা তৃতীয়বারের জন্য সরকার গঠন করছি ৷ আমাদের বিরোধীরা সাধারণ মানুষ সম্পর্কে খারাপ কথা বলছে। এরাই সেই সাধারণ মানুষ যারা অরবিন্দ কেজরিওয়ালকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদের জন্য নির্বাচন করেছে ৷
অনেকগুলি বিষয় নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অরবিন্দ ৷ সেগুলি বাস্তবায়িত করা হবে বলে জানালেন সিসোদিয়া ৷ বিদ্যুৎ, নিরাপত্তা, জলের ইস্যুগুলিতে ১০টি গ্যারান্টি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ অনেক দল ইস্তেহার বানায়, পরে তারা বলে সব মিথ্যে ছিল ৷ কিন্তু, আমরা আমাদের সমস্ত কথা রাখব ৷ সব কিছু বাস্তবায়িত করব ৷ কারণ, মানুষ আমাদের পাঁচ বছর থাকা নিশ্চিত করেছে ৷
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দপ্তর থেকে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, আম আদমি পার্টির পুরানো দলের সদস্য মনীশ সিসোদিয়া, সত্যেন্দর জৈন, গোপাল রাই, কৈলাস গেহলট, ইমরান হোসেন ও রাজেন্দ্র গৌতম দিল্লি সরকারের মন্ত্রী পদের জন্য নির্বাচিত হয়েছেন ৷ আজ তাঁরাও অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে শপথ নিলেন ৷
আজকের অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সাতজন বিজেপি সাংসদ, ও আটজন নবনির্বাচিত বিজেপি বিধায়ককে আমন্ত্রণ জানিয়েছিলেন ৷ আজ বিভিন্ন প্রকল্প উদ্বোধনের জন্য বারাণসী যাওয়ার কারণে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না নরেন্দ্র মোদী ৷
Be the first to comment