প্রিয়াঙ্কা গান্ধীকে দায়িত্ব দেওয়ার পর থেকেই বিজেপি সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছে, এমনই দাবি করছে কংগ্রেস। সক্রিয় রাজনীতিতে প্রিয়াঙ্কার হাত ধরে কংগ্রেস আরও অগ্রগতির পথে এগিয়ে যাবে এমনই বিশ্বাস করছে কংগ্রেস নেতারা। বিশেষ করে উত্তরপ্রদেশে ৭৬টি আসনে সপা-বসপা জোটের পরে সেই রাজ্যে নিজের জমি শক্ত করতে প্রিয়াঙ্কার উপরে যথেষ্ট ভরসা রাখছে কংগ্রেস ।
কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি জানান, যখন থেকে প্রিয়াঙ্কাকে উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়ার পর থেকেই বিজেপি নেতাদের মধ্যে আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবারই প্রিয়াঙ্কা প্রসঙ্গে লোকসভা স্পীকার সুমিত্রা মহাজন জানিয়েছেন রাহুল একা রাজনীতি করতে পারছেন না ও সেই জন্য তাঁর বোনের সাহায্য প্রয়োজন ও এরপরেই এই মন্তব্য করেছেন তিওয়ারি।
Be the first to comment