ঋণে জর্জরিত হয়ে পড়েছিলেন। লকডাউনে কোনভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেননি কেউ। অবশেষে আত্মঘাতী হলেন ‘আদত সে মজবুর’ অভিনেতা মনমীত গ্রেওয়াল। শুক্রবার রাতে তার নভি মুম্বাইয়ের বাড়িতে ঘটনাটি ঘটে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে ঋণের দায়ে খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। আর লোকজনের জেরে কোন কাজও পাচ্ছিলেন না তিনি।
অভিনেতার স্ত্রী তাকে প্রথম ঝুলন্ত অবস্থায় দেখেন। তিনি মনমীতকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর অভিনেতাকে বাঁচানো যায়নি। জানা যাচ্ছে প্রতিবেশীদের থেকেও সাহায্য চেয়েছিলেন মনমীতের স্ত্রী। কিন্তু তারা ভেবেছিলেন মনমীত হয়তো করণা ভাইরাসে আক্রান্ত। আর তাই কোনো সাহায্যের হাত এগিয়ে আসেনি প্রতিবেশীদের তরফ থেকে।
মনমীতের বন্ধু মনজিত সিং জানিয়েছেন, “সেদিন সন্ধ্যেবেলায় ও কিন্তু স্বাভাবিকই ছিল। তারপর নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। তখন ওর স্ত্রী রান্না ঘরে খাবার বানাচ্ছিলেন। তারপরে হঠাৎ চেয়ারের শব্দ শুনে তিনি ঘরে ছুটে যান। মনমীতকে দেখে তিনি খুব চিৎকার করছিলেন। অবশেষে প্রতিবেশীরা আসেন। কিন্তু তারা ভেবেছিলেন মনমীতের করোনা হয়েছে। তাই ঝুলন্ত অবস্থা থেকে তাকে বাঁচাতেও কেউ এগিয়ে আসেনি।”
অবশেষে বাড়ির একজন সিকিউরিটি গার্ড আসেন এবং মানুষের দেহ নামান। তাকে সঙ্গে সঙ্গে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুব সংকটের মধ্যে দিন কাটাচ্ছিলেন মন্মিত। এমনকি বাড়ির ৮৫০০ টাকা ভাড়াও দিতে পারছিলেন না। তার জন্য তারা সোনার গয়না বন্ধক রেখেছিলেন। স্ত্রীর সঞ্চয়তেই সংসার চলছিল তাদের। কয়েক বছর আগে বিয়ে হয়েছিল মনমীতের।
প্রসঙ্গত, আদত সে মজবুর এবং কুলদীপক টিভি শো তে অভিনয় করেছেন মনমীত গ্রেওয়াল।
Be the first to comment