শীর্ষপর্যায়ের নিরাপত্তা হারাতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং অর্থাৎ স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG) আর তাঁকে নিরাপত্তা দেবে না। সূত্রের খবর, সম্প্রতি এবিষয়ে বৈঠক করে স্বরাষ্ট্রমন্ত্রক। আর সেখানে গোয়েন্দা সংস্থা, গুপ্তচর সংস্থার ইনপুট নেওয়া হয়। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, মনমোহন সিংকে SPG কভারের বাইরে রাখা হবে। শোনা যাচ্ছে, তাঁর নিরাপত্তার ব্যবস্থা করবে CRPF।
উল্লেখ্য, ১৯৮৮ সালে সংসদে পাশ হয় SPG আইন। সেখানে বলা হয়, SPG-র দায়িত্ব ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করা। সেসময় প্রাক্তন প্রধানমন্ত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য SPG-কে কাজে লাগানো হত না। ১৯৮৯ সালে ক্ষমতায় আসেন ভি.পি সিং। তিনি পূর্বতন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নিরাপত্তা (SPG) তুলে নেন। ১৯৯১ সালে হত্যা করা হয় রাজীবকে। এরপর তড়িঘড়ি SPG আইন সংশোধন করা হয়। বলা হয়, সব প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাদের পরিবারকে কমপক্ষে ১০ বছর নিরাপত্তা দেবে SPG।
তবে আইন সংশোধন হয় অটলবিহারী বাজপেয়ির আমলে। নয়া আইনে বলা হয়, প্রত্যেক বছর নিরাপত্তা সংক্রান্ত রিভিউ মিটিং হবে। পরিস্থিতি জটিল দেখলে (জীবনের ঝুঁকি থাকলে) কেন্দ্রীয় সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীদের SPG নিরাপত্তা দেবে। সূত্রের খবর, মনমোহন সিংয়ের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেই SPG তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, তাঁর জন্য Z+ ক্যাটেগরির নিরাপত্তা থাকবে। বর্তমানে SPG নিরাপত্তা পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।
Be the first to comment