দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে এবার আশঙ্কা প্রকাশ করলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বর্তমান সরকারের সার্বিক অব্যবস্থার কারণেই বৃদ্ধির হার গত ৬ বছরে সব থেকে কম বলে মন্তব্য করলেন তিনি। এপ্রিল-জুন ত্রৈমাসিকে বৃদ্ধি ৫ শতাংশে নেমে এসেছে। তার আগের ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল ৫.৮ শতাংশ। গত বছর এপ্রিল-জুন ত্রৈমাসিকে এই হার ছিল ৮ শতাংশ।
এদিন মনমোহন সিং বলেন, ভারত এই ভাবে বেশি দূর এগোতে পারবে না। সরকারের কাছে আবেদন করছি যাতে রাজনৈতিক দূরত্ব পার করে সংকট মোচনে সবার মতামত নেয়। দেশের আর্থিক হাল ক্রমশ বেহাল হচ্ছে। অবিলম্বে এই সমস্যা মেটানো প্রয়োজন।
এর আগে দেশের আর্থিক অবস্থা বেহাল বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার । তিনি বলেছিলেন, এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে চলছে দেশের অর্থনীতি ৷
Be the first to comment