দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং অসুস্থ। হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রবিবার সন্ধ্যায় তিনি দিল্লির AIIMS-এ ভর্তি হয়েছেন। সংবাদসংস্থা ANI এই খবর জানিয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ বর্ষীয়ান এই কংগ্রেস নেতাকে দিল্লি AIIMS-এর কার্ডিয়ো-থোরাসিক বিভাগে আনা হয়। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি নিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। ICU নয়, প্রাক্তন প্রধানমন্ত্রীকে আপাতত হাসাপাতালের একটি ঘরে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার উপরে সর্বক্ষণ নজর রাখছেন চিকিৎসকরা।
প্রসঙ্গত, ২০০৯ সালে এই এইমস হাসপাতালেই মনমোহন সিংহের করোনারি বাইপাস সার্জারি হয়েছিল। সে বার প্রায় ১৪ ঘন্টা ধরে চলেছিল অস্ত্রোপচার। তার পর থেকে সুস্থই ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
একাধিক কংগ্রেস নেতা ট্যুইট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। কিছুদিন আগেই সোনিয়া গান্ধীর সঙ্গে দেশের লকডাউন ও লকডাউন পরবর্তী পরিস্থিতি নিয়ে কেন্দ্রের কাছে প্রশ্ন রাখেন মনমোহন সিং। সোনিয়া গান্ধী বক্তব্য রাখার পর মনমোহন সিং বলেন, ‘সোনিয়া জির’র মত আমরাও সরকারের কাছে প্রশ্ন রাখছি যে লকডাউন ৩.০ উঠে যাওয়ার পর দেশকে লকডাউন থেকে বের করার জন্য কোন স্ট্র্যাটেজি ভাবা হয়েছে?’
Be the first to comment