মনমোহন সিংয়ের বাড়ির সামনে কোয়ারেন্টাইন নোটিশ, ছড়ালো চাঞ্চল্য

Spread the love

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাড়ির সামনে শনিবার নজরে পড়ে একটি কোয়ারেন্টাইন নোটিশ। ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর শারীরিক সুস্থতা নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে।

৩, মোতিলাল নেহেরু প্লেসের বাসভবনের সামনে কোয়ারেন্টাইন নোটিশ দেখে খোঁজ নিতে শুরু করেন অনেকেই। যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েন কংগ্রেস কর্মীরা। পরে জানা যায় মনমোহন সিংয়ের বাড়ির পরিচারিকার মেয়ে করোনা পজিটিভ। তাঁরা প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবন চত্বরেই সার্ভেন্ট কোয়ার্টারে থাকেন।

পরিচারিকার পরিবারের সবাইকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে খবর। চিকিৎসা চলছে। তবে সুস্থ রয়েছেন মনমোহন সিং। কাজের মধ্যে ফিরছেন খুব ধীরে ধীরে। কংগ্রেস শীর্ষ নেতৃবৃন্দ সূত্রে খবর, বৃহস্পতিবারই দলের উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দিয়েছিলেন মনমোহন সিং। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক চলে।

এদিকে, দেশে লাফিয়ে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হলেন ১১ হাজার ৪৫৮ জন, যা কিনা এই মুহূর্তে সর্বোচ্চ রেকর্ড। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৮৬ জনের।

শুক্রবার নতুন করে করোনা আক্রান্তের জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮ হাজার ৯৯৩। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৫৪ হাজারের বেশি মানুষ। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৭৭৯ টি। মোট মৃত্যু হয়েছে ৮৮৮৪ জনের।

ভয়াবহ এই পরিস্থিতিতে ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী সপ্তাহে দু’দিন এ বিষয়ে আলোচনায় বসবেন নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, আগামী সপ্তাহে অর্থাৎ জুন মাসের ১৬ এবং ১৭ তারিখে ক্রমবর্ধমান করোনা ভাইরাসের সংক্রমণকে সামনে রেখে এই আলোচনা হতে চলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*