কবিতা – মানবতাই

Spread the love

গৌর গোপাল সরকার –

আমি এক মালী, সরকার বাগানের মালী

আমাকে চিনবে না কেউ,

আমার ঘর কন্না নেই,

আমার বাড়ী নেই,

আমি শুধু মালী।

আমার একটি কন্যা আছে, তার নাম প্রভাতী।

সে খুব অসুস্থ।

পারে না চলতে, যায় না, কোথাও

সে ভুগছে, টাকা নেই, পয়সা নেই

পাশেই আছে এক নবী।

সে ধার্মিক মানবতাবাদী

সে জানে, আমিও মানুষ সেও মানুষ,

একদিন হঠাৎ রাত্রে ঝড় উঠেছে

আকাশে বিদ্যুতের চমক

চারিদিকে ঘোর অন্ধকার,

মনে হচ্ছে যেন পৃথিবীর আলো ফুরিয়ে এলো।

পড়েছি বিপদে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে।

চিৎকার করে ডাকছি, পাশেই ছিলেন নবী,

চিৎকার শুনে সে ছুটে এল,

জিজ্ঞাসা করল, কি হয়েছে?

আমি বললুম- প্রভাতী অসুস্থ।

ফোন করল, ঠিক স্থানে,

গাড়ি চলে এলো

গাড়ির ড্রাইভার একজন বৌদ্ধ ভিক্ষু।

নাম তার স্বরুপ বৌদ্ধ।

গাড়ি করে নিয়ে গেল রামপুরহাট হাসপাতালে।

এলো ডাক্তার,

ডাক্তারের নাম ডাঃ মাইকেল জনসন।

অনেক পরীক্ষা নিরীক্ষা হল

দেখা গেল লিভারের রোগ।

রক্ত লাগবে, রক্ত পাই কোথায়?

পাশের বেডে বসেছিলেন

তনু লাল জৈন।

জিজ্ঞাসা করল, কি হয়েছে?

সব খুলে বলা হল।

দেখা গেল- রক্তের চাহিদা,

তার পাশেই বেডে ছিলেন মনু ইসলাম

তিনিও এগিয়ে এলেন,

দু’জনে রক্ত দিলেন।

আমার মেয়ের প্রান বাঁচল

নবী সাহেব বললেন- উপরওয়ালা আছে।

একদিন এক চা-চক্রে ডাক্তার

আমাদের নিমন্ত্রন করলেন-

প্রশ্ন করলেন- তোমাদের পরিচয় কি?

আমি বললুম- আমি এক মালী

ও বলল- ও এক নবী

সে বলল- সে এক বৌদ্ধ ভিক্ষু

আর একজন বলল- সে তনুলাল জৈন

আরও একজন- মনু ইসলাম।

ডাক্তার পরিচয় দিল- মাইকেল জনসন।

ডাক্তার বলল- এটাই ভারতবর্ষের ধর্ম

নবী বলল- মানবতাই, বিশ্ব মানবতা।

এটাই- ভারতবর্ষের পরিচয়।

তাই তো কবিতা লিখি-

মা-ন-ব-তা-ই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*