করোনা আক্রান্ত কেন্দ্রের জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। এই ঘটনার জেরে সেল্ফ আইসোলেশনে যেতে হল হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারকে। কারণ শেখাওয়াতের রিপোর্ট পজেটিভ আসার একদিন আগেই তিনি বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে।
বৃহস্পতিবার মনোহর লাল খাট্টারের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তবে কোনও ঝুঁকি নিতে চাননি তিনি। সেল্ফ আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নেন। আগামী তিন দিন তিনি সতর্কতা অবলম্বন করে সেল্ফ আইসোলেশনে থাকবেন বলে জানা গিয়েছে। বুধবার তাঁর করোনা পরীক্ষা করা হয়।
ট্যুইট করে মনোহর লাল খাট্টার জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই অনেক মানুষ দেখা করতে এসেছেন। তাঁদের মধ্যে কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে তিনি নিজে পরীক্ষা করিয়েছেন। তবে রিপোর্ট নেগেটিভ। তাও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি তিন দিনের জন্য সেল্ফ আইসোলেশনে যাচ্ছেন।
Be the first to comment