কৃষকদের বিরুদ্ধে প্ররোচনামূলক ভাষণ দেওয়ার অভিযোগ হরিয়ানার মুখ্যমন্ত্রী খট্টরের বিরুদ্ধে

Spread the love

লখিমপুরে কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে ৷ এই ঘটনা এবং তার জেরে ছড়ানো হিংসায় ৯ জনের মৃত্যু হয়েছে ৷ যার মধ্যে কমপক্ষে ৪ জন কৃষক বলে জানা গিয়েছে ৷

এই ঘটনা নিয়ে যখন উত্তাল গোটা দেশ, তখন বিতর্কে জড়ালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর একটি ভিডিও ৷ কৃষকদের বিরুদ্ধে প্ররোচনামূলক ভাষণ দেওয়ার অভিযোগ অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বিজেপি’র কৃষক শাখার এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন ৷ সেখানে খট্টর বলছেন, “উত্তর ও পশ্চিম হরিয়ানার জেলাগুলিতে ৭০০-১০০০ জনের স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলুন ৷ যাঁরা লাঠি হাতে তুলে নেবে ৷ ইটের বদলে পাটকেল ৷ জেলে যেতে ভয় পাবেন না ৷ আপনি নেতা তৈরি হবেন ৷”

কংগ্রেসের অভিযোগ, কৃষকদের বিরুদ্ধে এভাবে হিংসায় মদত দিচ্ছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ৷ অবিলম্বে তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*