মহিলাদের দিকে আঙুল তুললেই তাদের আঙুল কেটে ফেলা হবে। সরাসরি হুমকি হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারের। তাঁর কথা, ধর্ষণ বা যৌননিগ্রহে অভিযুক্তরা রাজ্য সরকারি প্রকল্পের কোনও সুযোগ পাবে না। “হমারে ইঁহা এক ভি বহেন, বেটিকে তরফ আগর এক ভি উঙ্গলি উঠায়েগা তো উসকি উঙ্গলি কাট দি জায়েগি, অ্যায়সা হম প্রবন্ধ করেঙ্গে।” পাঁচকুলায় এক আউর সুধার প্রকল্পের উদ্বোধনে এই কথা বলেন খট্টার। পরে প্রবল সমালোচনার মুখে খট্টরা বলেন, তিনি কোনো বর্বর আইনের কথা বলছেন না। তাদের শাস্তির কথা বলছেন। অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণিত না হলে তারা ফের সব সুযোগসুবিধা পাবে। অন্যদিকে, সরাকরি আইনজীবী ছাড়াো যদি ধর্ষিতা অন্য কোনও আইনজীবী চান, সেক্ষেত্রে সরকার তাঁকে ২২ হাজার টাকা দেবে।
Be the first to comment