পারিক্করকে নিয়ে মুম্বই হাইকোর্টকে পাল্টা প্রশ্ন করলো গোয়া সরকার

Spread the love
গোয়ার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের রিপোর্ট জানতে চাওয়ার অধিকার কি সবার? যে কোনও ব্যক্তিই কি তাঁকে নিয়ে মন্তব্য করতে পারেন বা শারীরিক অসু্স্থতার রিপোর্ট জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হতে পারেন? পারিক্করকে নিয়ে মুম্বই হাইকোর্টকে পাল্টা প্রশ্ন করল গোয়া সরকার। গোয়ার মুখ্যমন্ত্রী ঠিক কতটা অসুস্থ,আর  কতদিন অসুস্থ থাকবেন তিনি। এই সব প্রশ্ন করেই মুম্বই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক সমাজকর্মী । যা গ্রহণ করে আদালত। সেই প্রসঙ্গেই মুম্বই আদালতকে পাল্টা প্রশ্ন করল গোয়া সরকার।
শুক্রবারের (৭ ডিসেম্বর) মধ্যেই গোয়া সরকারকে হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই প্রসঙ্গেই আদালতকে পাল্টা চাপে ফেললেন গোয়ার চিফ সেক্রেটারি ধর্মেন্দ্র সিং। তিনি জানান, মুখ্যমন্ত্রী মেডিক্যাল রিপোর্ট জানতে চেয়ে মামলা করাটাই বেআইনি।এই মামলা সরাসরি গোপনীয়তা বজায় রাখার অধিকার-কে লঙ্ঘন করছে। পেশ করা হলফনামায় এই মামলা খারিজ করার দাবি জানিয়েছেন তিনি। যা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে আদালত।
ক্যানসার আক্রান্ত মনোহর পারিক্কর। দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী তিনি। যার জেরে রাজ্যের প্রশাসনিক কাজে মন দিতে পারছেন বলে অভিযোগ উঠেছে। গত কয়েক মাসে সেই অভিযোগই প্রতিবাদের আকার নেয়। নভেম্বর মাসে গোয়ার সমাজকর্মী তারজানো দে মেলো জনস্বার্থ মামলা দায়ের করেন। যেখানে তিনি জানতে চান, আর কতদিন পারিকর অসুস্থ থাকবেন, কতদিন তাঁর অসুস্থতার খেসারত গোয়াবাসীকে দিতে হবে।
শুক্রবার সেই উত্তরেই সিং জানান, প্রত্যেকটি প্রশাসনিক বৈঠকে পারিকর উপস্থিত থাকছেন। তাঁর অসুস্থতার প্রভাব গোয়ার মানুষের উপর পড়ছে না। এই প্রশ্ন পুরোপুরি ভিত্তিহীন।প্রশাসনিক বৈঠকে মনোহর পারিকরের উপস্থিতির ছবিও আদালতের কাছে পেশ করেন তিনি। পাশাপাশি, হলফনামায় তিনি জানান, ক্যানসারে আক্রান্ত মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে প্রশ্ন করাটা সংবিধানের ২১ নম্বর (জীবন বাঁচার ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার)  ধারাকে লঙ্ঘন করছে।
সরকারের তরফে পেশ করা হলফনামা গ্রহণ করেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*