রাফাল সম্পর্কিত অনেক তথ্য আছে তাঁর কাছে। আর তাই প্রাণহানির আশঙ্কা রয়েছে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের। এমনটাই অভিযোগ কংগ্রেসের। এমনকী এই ব্যাপারে রাষ্ট্রপতির কাছে চিঠিও দেওয়া হয়েছে গোয়া কংগ্রেসের তরফে।
গোয়া কংগ্রেসের সভাপতি গিরীশ চোদনকর একটি চিঠি দিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে জানিয়েছেন, রাফায়েল চুক্তি নিয়ে অনেক নথি গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের কাছে থাকায় তাঁর প্রাণহানির আশঙ্কা রয়েছে। কারণ অনেকেই চাইবেন না এই চুক্তির ব্যাপারে দূর্নীতির তথ্য সাধারণ মানূষের সামনে চলে আসুক। আর তাই জন্য মনোহর পার্রিকরের সুরক্ষা জোরদার করার আবেদন জানাচ্ছি আমরা।
সম্প্রতি একটি অডিও ক্লিপে শোরগোল ফেলে দেয় জাতীয় রাজনীতিতে। কংগ্রেসের তরফে দাবি জানানো হয়, এই অডিও ক্লিপে শোনা যাচ্ছে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রাণে ফোনে কাউকে বলছেন, ক্যাবিনেট মিটিংয়ে মুখ্যমন্ত্রী পার্রিকর নাকি বলেছেন, রাফায়েল সংক্রান্ত সব নথি তাঁর ফ্ল্যাটে আছে। তাই এই বিষয়ে তাঁর ভয়ের কিছু নেই। এই অডিও ক্লিপ নিয়ে সংসদ উত্তাল হয়ে উঠে। কংগ্রেসের তরফে দাবি জানানো হয়, এই ক্লিপের সত্যতা যাচাইয়ের জন্য। অন্যদিকে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী দাবি জানান, অডিও ক্লিপিং মিথ্যে। ওটা তাঁর গলা নয়।
Be the first to comment