ছুটি কাটাতে গোয়ায় গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর মঙ্গলবার সকালেই তিনি হাজির একেবারে মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের দফতরে। সোমবারই টুইটারে রাহুল দাবি করেন, রাফায়েল নিয়ে যে অডিও টেপ সামনে এসেছি, তা সত্যি। কারণ এতদিন পরও কোনও এফআইআর হয়নি।
তবে মঙ্গলবার পারিক্করের সঙ্গে দেখা করার পর রাহুল গান্ধী টুইট করেন। পারিক্করের সঙ্গে দেখা করে তাঁর সুস্থতা কামনা করেছেন বলেই জানান। পাশাপাশি এদিনের সাক্ষাৎ একেবারে ব্যক্তিগত বলেও উল্লেখ করেছেন রাহুল।
প্রসঙ্গত, সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে রাহুল লেখেন, রাফায়েল নিয়ে গোয়া অডিও টেপ প্রকাশ্যে আসার এক মাস পরেও কোনও এফআইআর দায়ের হয়নি। পারিক্করের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। সেই অডিও টেপ যে সত্যিই ছিল তাতে কোনও সন্দেহ নেই। সেই গোপন কথা মনোহর পারিক্কর জানেন বলেই তিনি প্রধানমন্ত্রী মোদী উপর কথা বলার ক্ষমতা রাখেন তিনি।
Be the first to comment