
রোজদিন ডেস্ক, কলকাতা : পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে মনোজকুমার আগরওয়ালকে নিয়োগ করল নির্বাচন কমিশন। ১৯৯০ সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের এই আইএএস অফিসারই আগামী বছর বাংলার বিধানসভা নির্বাচন পরিচালনা করবেন। এদিন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মনোজের নিয়োগ সম্পর্কে জানানো হয়।
গত বছর ডিসেম্বর মাসে আরিজ আফতাবের জায়গায় অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছিল দিব্যেন্দু দাসকে। অবশেষে স্থায়ী মুখ্য নির্বাচনী আধিকারিক নিযুক্ত করল নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোজ আগরওয়াল চলতি মাস থেকেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব সামলাবেন। ২০২৬ সালের রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় তিনিই থাকবেন এই পদে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিক পদে দ্বায়িত্ব নেওয়ার পর তাঁকে অন্য সব দ্বায়িত্ব থেকে অব্যহতি দিতে হবে। উল্লেখ্য, ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার মনোজ কুমার। বর্তমানে তিনি অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে বন দফতর এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্স দফতরের দায়িত্বে ছিলেন। এর আগে প্রশাসনিক কর্মী বর্গ দফতর, খাদ্য দফতর, দমকল ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত সচিব পদেও ছিলেন মনোজ।

যখন রাজ্য–রাজনীতিতে বড় ইস্যু ‘ভূতুড়ে ভোটার’ ধরা। এই আবহে মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগে বিলম্ব ঘটায় বিজেপিকে তোপ দেগেছিল তৃণমূল। অভিযোগ উঠেছিল চক্রান্তের। নিয়ম অনুযায়ী, মুখ্য নির্বাচনী আধিকারিক পদের জন্য রাজ্য সরকারকে এক বা একাধিক নামের প্যানেল পাঠাতে হয়। সেই তালিকা থেকে একজনকে মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে বেছে নেয় নির্বাচন কমিশন। জানা যায়, এর আগে দু’বার নবান্ন থেকে তালিকা গিয়েছে। কিন্তু ওই দু’বারই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নামের তালিকা বাতিল করা হয়েছিল। অবশেষে রাজ্যের সিইও হলেন আইএএস অফিসার মনোজ আগরওয়াল।
Be the first to comment