রাজ্যের ডিজি মনোজ মালব্য, ছাড়পত্র এলো কেন্দ্রের

Spread the love

অবশেষে স্থায়ী ভাবে রাজ্য পুলিশের ডিজি হতে চলেছেন মনোজ মালব্য। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শেষ পর্যন্ত তাঁর নামে সিলমোহর দেওয়া হয়েছে। এতদিন মনোজ মালব্য কার্যনির্বাহী ডিজি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। কেন্দ্রের ছাড়পত্রের পর এবার পাকাপাকিভাবে তাঁর হাতেই ডিজির দায়িত্ব অর্পণ করা হচ্ছে।

চলতি বছরের ৩১ অগস্ট রাজ্যের তৎকালীন ডিজি বীরেন্দ্রের কার্যকালের মেয়াদ শেষ হয়। সেই সময় রাজ্য পুলিশের ডিজি হিসাবে ১৯৮৬ ব্যাচের আইপিএস মনোজ মালব্যের পাশাপাশি ১৯৮৭ ব্যাচের অফিসার নীরজনয়ন পান্ডে, সুমন বালা সাহু, অধীর শর্মা, গঙ্গেশ্বর সিংহের নাম রাজ্যের তরফে কেন্দ্রের কাছে পাঠানো হয়। কিন্তু কেন্দ্রের তরফ থেকে নির্দিষ্ট করে কারও নামে সিলমোহর দেওয়া হয়নি তখন ৷ ফলে অস্থায়ীভাবে মনোজ মালব্যকে এই দায়িত্ব দেওয়া হয়।

কিন্তু বৃহস্পতিবার কেন্দ্র রাজ্যের ডিজি পদে মনোজ মালব্যের নামে ছাড়পত্র দিয়েছে ৷ এর আগে বেশ কয়েক বছর ধরে ডিজি, আইডিপি (‌অর্গানাইজেশন)‌–এর দায়িত্ব সামলেছেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিনিয়রিটি ও কাজের অভিজ্ঞতা অনুসারে রাজ্যের তরফে ৬ জন আইপিএস অফিসারের তালিকা কেন্দ্র সরকারকে পাঠাতে হয় ডিজি পদে নিয়োগের জন্য। তার মধ্যে থেকে কেন্দ্র ৩ জনের নাম বেছে নিয়ে তা রাজ্যকে পাঠায়। তাঁদের মধ্যে থেকেই একজনকে স্থায়ীভাবে ডিজি পদে নিয়োগ করে রাজ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*