এবার টার্গেটে দিল্লিও। বিজেপির দিল্লি সভাপতি মনোজ তেওয়ারি দাবি তুলেছেন, সেখানেও নাগরিকপঞ্জি তৈরির কাজে হাত দিতে হবে। দিল্লি থেকে বিদেশিদের চিহ্নিত করে তাদের তাড়িয়ে দিতে হবে। অসমে নাগরিকপঞ্জি নিয়ে শোরগোলের মধ্যেই মনোজের এই বক্তব্য অর্থবহ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে, লোকসভার ভোটের আগে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে চিঠি দিয়ে তাঁর দাবি, হাজার হাজার রোহিঙ্গা আর বাংলাদেশি দিল্লিতে অবৈধভাবে রয়েছে। অনেকেরই আধার কার্ড আর রেশন কার্ড রয়েছে। জাতীয় রাজধানীতে তাদের উপস্থিতি নিরাপত্তার পক্ষে উদ্বেগজনক। তাই নাগরিকপঞ্জি করা জরুরি। এর আেগ পশ্চিবহ্গে বিজেপির সবাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ক্ষমতায় এলে তাঁরা বাংলাদেশিদের ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেবেন। রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গোলাপচাঁদ কাটারিয়া একধাপ এগিয়ে বিশ্বাসঘাতকদের খুঁজে বের করার জন্য নাগরিক তালিকা করতে চেয়েছেন।
Be the first to comment