সাজার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই জেসিকা লাল হত্যা মামলার মূল অভিযুক্ত মনু শর্মার মুক্তির অনুমতি দিলেন দিল্লির উপরাজ্যপাল অনিল বৈজাল৷ জেসিকা লাল হত্যা কাণ্ডে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছিলেন মনু শর্মা৷ ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকাও জারি হয়েছে৷
বন্দীদের শাস্তির মেয়াদ পুনর্বিবেচনার জন্য ভারপ্রাপ্ত দিল্লি সরকারের সেনটেন্স রিভিউ বোর্ড গত মাসেই মনু শর্মার আগাম মুক্তির জন্য সুপারিশ করেছিল৷ দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সতেন্দ্র জৈনের নেতৃত্বে গত ১১ মে সেনটেন্স রিভিউ বোর্ডের একটি বৈঠকে মনু শর্মাকে আগাম মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷
১৯৯৯ সালে সাড়া ফেলে দেওয়া জেসিকা লাল হত্যাকাণ্ডের ঘটনায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিনোদ শর্মার ছেলে মনুকে ২০০৬ সালের ডিসেম্বর মাসে যাবজ্জীবন কারাবাসের শাস্তি দিয়েছিল দিল্লি হাইকোর্ট৷ নিম্ন আদালত মনু শর্মাকে নির্দোষ বলে রায় দিলেও তা খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট৷ পরে ২০১০ সালে হাইকোর্টের নির্দেশকেই সঠিক বলে রায় দেয় সুপ্রিম কোর্টও৷
১৯৯৯ সালের ৩০ এপ্রিল দক্ষিণ দিল্লির একটি পানশালায় মদ পরিবেশন করতে অস্বীকার করায় জেসিকা লালকে গুলি করে হত্যার অভিযোগ ছিল মনু শর্মার বিরুদ্ধে৷
Be the first to comment