জেসিকা লালের হত্যাকারী মনু শর্মার মুক্তি সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখলো দিল্লি সরকার

Spread the love

জেসিকা লালের হত্যাকারী মনু শর্মার মুক্তি সিদ্ধান্ত স্থগিত রাখল দিল্লি সরকার। গতকালই এই নিয়ে বৈঠকে বসেন দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যসচিব, ডিআইজি (কারা), জয়েন্ট পুলিশ কমিশনার (ক্রাইম) সহ আরও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। সূত্রের খবর, শুধু মনু শর্মা নয়, তান্দুর হত্যা কান্ডের সঙ্গে যুক্ত সুশীল শর্মা সহ আরও কয়েকজন অপরাধীর মুক্তির আবেদন নিয়েও পর্যালোচনা হয়। কিন্তু বৈঠকে জেসিকা লালের হত্যাকারীকে নিয়ে শেষমেষ কোনও সিদ্ধান্তে আসা যায়নি। তাই আপতত মুক্তির সিদ্ধান্ত মুলতুবি রাখা হয়।

প্রায় বারো বছর আগে মডেল জেসিকা লালকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাবাসের সাজা হয়েছিল মনু শর্মার। একনও তিহার জেলে বন্দী। গত এপ্রিলেই, মনু শর্মা মুক্তি পেলে আপত্তি নেই বলে জানিয়েছিলেন জেসিকার বোন সাব্রিনা লাল। আরও জানান বোনের হত্যাকারীকে ক্ষমা করেছেন। এই নিয়ে তিহার জেলের ওয়েলফেয়ার অফিসারকে একটি চিঠিও দিয়েছিলেন। তাতে মনু সম্পর্কে সাব্রিনা বলেন, ‘এই সময়কালে সে অনেক চ্যারিটিমূলক ভাল কাজ করেছে এবং সহবন্দীদের নানাভাবে সাহায্য করেছে বলে শুনেছি। যা আমার মতে সংশোধনের চিহ্ন। ১৫ বছর জেলে খাটা হয়ে গেছে। এখন সে মুক্তি পেলে আমার আপত্তি নেই।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*