পিছিয়ে গেলো মনুয়া মামলার রায়দান, পরবর্তী শুনানি ২৫ জুলাই

Spread the love

মনুয়া মামলার রায় স্থগিত রাখলো বারাসত ফাস্ট ট্র্যাক কোর্ট ৷ মামলার পরবর্তী দিন নির্ধারিত হয়েছে ২৫ জুলাই ৷ ওই দিনই রায় ঘোষণা করতে পারে আদালত ৷ সরাসরি খুনে যুক্ত না থাকলেও, সুপরিকল্পিতভাবে খুনের ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে মনুয়ার বিরুদ্ধে ৷ অনুপম সিংহের স্ত্রী মনুয়ার কী সাজা হয়, সেদিকে তাকিয়ে নিহতের পরিবার ও বন্ধুরা।

উল্লেখ্য, ২০১৭ সালের ২ মে নিজের বাড়িতে খুন হন ট্রাভেল সংস্থায় কর্মরত অনুপম সিংহ। মাথায় ভারী অস্ত্র দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছিল বলে ময়নাতদন্তে জানা যায়। নিহতের স্ত্রী মনুয়ার ফোনের কল ডিটেলস থেকে মেলে তথ্য। অভিযোগ ওঠে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিকের সঙ্গে চক্রান্ত করে স্বামী অনুপমকে খুন করিয়েছেন স্ত্রী মনুয়া। প্রাথমিক তদন্তের ভিত্তিতে খুনের তেরো দিনের মাথায় বারাসাত থেকে মনুয়া মজুমদার ও তাঁর প্রেমিক অজিত ওরফে বুবাইকে গ্রেপ্তার করে উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশ। দুজনের বিরুদ্ধেই ৩০২, ১২০(বি) ধারায় মামলা রুজু হয় ও পেশ করা হয় চার্জশিট।

হত্যার ৮৬ দিনের মাথায় চার্জশিট জমা দেন বারাসত থানার তদন্তকারীরা। তার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ও ফরেন্সিক রিপোর্টও ছিল। ৩০২ ও ১২০বি ধারায় খুন ও ষড়যন্ত্রের মামলা চলে। ২৭ জনের সাক্ষ্য নেওয়া হয়। ৪৬৯ পাতার চার্জশিটের পর আবার জমা পড়ে অতিরিক্ত চার্জশিট। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*