অনুপম খুনে যাবজ্জীবন কারাদন্ড মনুয়া ও তার প্রেমিক অজিত রায়কে

Spread the love

স্বামীকে খুনের মামলায় স্ত্রী মনুয়া ও তার প্রেমিক অজিত রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আদালত। আজ বারাসতের ফাস্ট ট্র্যাক ফোর্থ কোর্টের বিচারক বৈষ্ণব সরকার তাদের এই সাজা শোনান। সেইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত। অনাদায়ে একবছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক ৷

তবে গতকালই এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল দু’জনকে। পরকীয়ার জন্যই এই খুন মিলেছে স্বীকারোক্তিতে। অনুপম হত্যা মামলার তদন্ত চলাকালীন মোট ৩১ জন সাক্ষ্য দেন ৷ প্রথমে ২৭ জন ও পরে আরও চারজন সাক্ষ্য দেওয়ায় ৪৭৮ পাতার চার্জশিট জমা পড়ে আদালতে ৷ সেইসঙ্গে ফরেনসিক রিপোর্টসহ বেশকিছু সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা পড়ে ৷ সব মিলিয়ে প্রায় দেড় থেকে দু’হাজার পাতার রিপোর্ট বিচারপতি খতিয়ে দেখেই আজ দোষীদের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন ৷

যদিও আদালতের রায়ে খুশি নন অনুপমের পরিবার ৷ আদালতের আজকের রায় শুনে কান্নায় ভেঙে পড়েন অনুপমের পরিজনেরা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*