মাওবাদী-জওয়ান সংঘর্ষে নিহত ১৭ জন জওয়ান! শনিবার দুপুর থেকে চলল রবিবার ভোর পর্যন্ত চলা গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন তাঁরা।
সারা দেশ জুড়ে পালন হচ্ছে ‘জনতা কার্ফু’। অচেনা ভাইরাসের আক্রমণ রুখতে ঘরবন্দি প্রায় সমস্ত মানুষ। এরই মাঝে কর্তব্য থেকে ছুটি নেই যাঁদের, তাঁদের মধ্যে রয়েছেন সেনা-নিরাপত্তা বাহিনী। সেই কর্তব্য পালন করতে গিয়েই চরম মাসুল দিতে হল তাঁদের।
স্থানীয় সূত্রের খবর, দীর্ঘ সময় ধরে চলা এই গুলির লড়াইয়ের ফলে ১৪ জন জওয়ান গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছিল। নিখোঁজ ছিলেন আরও ১৭ জন। ছত্তীসগড়ের দক্ষিণে অবস্থিত সুকমা জেলার জঙ্গল ও পাহাড়ে ঘেরা এলাকা এলামগুন্ডার কাসালপাডের চিন্টাগুফার কাছে ঘটনাটি ঘটে।
জখম নিরাপত্তারক্ষীদের বায়ুপথে উড়িয়ে নিয়ে গিয়ে রায়পুর হাসপাতালে ভর্তি করা হয়। সকাল থেকে তল্লাশি শুরু হয় নিখোঁজ জওয়ানদের। দুপুরের পরে ঘটনাস্থলের কিছুটা দূর থেকে সেই ১৭ জন নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার করা হয়। গুলিতে ঝাঁঝরা হয়ে গেছিলেন তাঁরা।
Be the first to comment