দেশজুড়ে মাওবাদীদের বিরুদ্ধে কঠোরতম অভিযানের নতুন পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের

Spread the love
নাম দেওয়া হয়েছে ‘অপারেশন অল আউট।’ দেশজুড়ে মাওবাদীদের বিরুদ্ধে কঠোরতম অভিযানের নতুন পরিকল্পনা নিয়েছে মোদী সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরে জঙ্গিবিরোধী যে জোরদার অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে, অনেকটা সেই ধাঁচেই অভিযান চালানো হবে মাওবাদী জঙ্গিদের বিরুদ্ধে। শুধু তাই নয়, দেশের ‘টপ ওয়ান্টেড’ মাওবাদী নেতাদের একটা তালিকাও ইতিমধ্যে তৈরি করা হয়েছে, যাদের প্রত্যেককে কব্জায় আনা কেন্দ্রের লক্ষ্য। এই নেতারা মূলত পাঁচটি রাজ্যের– ছত্তীশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র।
নকশাল অধ্যুষিত রাজ্যের পুলিশবাহিনী ছাড়াও নকশালবিরোধী অভিযানে পটু আধাসামরিক বাহিনীকেও এই অভিযানে সামিল করা হবে। এই বাহিনীর হাতে সর্বোচ্চ নকশাল নেতাদের ছবি ও তাঁদের সম্ভাব্য আস্তানার বিশদ তথ্য তুলে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, এই মাওবাদী কমান্ডারেরা কখনও এক জায়গায় থাকেন না। ক্রমাগত ঘাঁটি পরিবর্তন করেন। এমনকী, নিরাপত্তা সংস্থাগুলির কাছে এদের কয়েক জনের ছবিও নেই।  তাই এদের কার্যকলাপ ও গতিবিধির উপর নজর রেখে এদের মোকাবিলা করা একটা বড় চ্যালেঞ্জ। সেই কারণেই বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় রেখে সুপরিকল্পিত ও সামগ্রিক ভাবে এই অভিযানে নামার কথা ভাবা হয়েছে।
যত দূর জানা গেছে, এই তালিকায় হিদমা নামের নেতার কথা বলা হয়েছে, যাঁর নেতৃত্বে নকশালরা ছত্তীশগড়ের বস্তার এলাকার সুকমায় বারো জন সিআরপি জওয়ানকে হত্যা করেছিল। এ ছাড়া, ছত্তীশগড়েরই দরবা এলাকায় ৭৫ জন সিআরপি জওয়ানকে মেরেছিল যে নকশাল বাহিনী, তার কমান্ডারদের নামও এই তালিকায় আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*