অন্তত ৬২ জন মাওবাদী আত্মসমর্পণ করল ছত্তীসগড়ে

Spread the love

অন্তত ৬২ জন মাওবাদী আত্মসমর্পণ করল ছত্তীসগড়ে। মঙ্গলবার ছত্তীসগড়ের নারায়ণপুর জেলায় সিপিআই (মাওবাদী)-র কুতুল এরিয়া কমিটির এই সদস্যরা পুলিশের কাছে আত্মসমর্পণ করে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বাস্তারের ইনস্পেক্টর জেনারেল বিবেকানন্দ সিনহা এবং নারায়ণপুরের পুলিশ সুপার জিতেন্দ্র শুক্লা এই খবর স্বীকার করে নিয়েছেন। ৫১টি দেশি বন্দুক পুলিশের কাছে জমা দিয়েছে মাওবাদী স্কোয়াডের সদস্যরা। পুলিশকে তারা জানিয়েছে, হিংসার পথে ছেড়ে শান্তির পথে ফিরতে চায়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই ঘটনাকে সরকারের বড় সাফল্য বলে উল্লেখ করেছেন। রাজনাথ অভিনন্দন জানান ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী রমণ সিং এবং রাজ্যের পুলিশবাহিনীকে
গত কয়েকদিন ধরে মাওবাদী হামলার বাড়বাড়ন্ত ঘটছিল ছত্তীসগড়ে। ভোটের আগে আগে এমন ঘটনায় চাপে পড়ে গিয়েছিল রাজ্য সরকারও। গত সপ্তাহেই দান্তেওয়াড়াতে মাওবাদী হামলায় মৃত্যু হয় দূরদর্শনের চিত্র সাংবাদিকের।

প্রসঙ্গত, উগ্র বাম শক্তিকে প্রতিহত করতে কেন্দ্রীয় সরকার যে কঠোর তা গত মাসেই বুঝিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী রাজনাথ সিং। র‍্যাপিড অ্যাকশন ফোর্সের শৌর্য দিবস উপলক্ষে রাজনাথ বলেছিলেন, “দেশে আগে ১০০-র বেশি জেলা ছিল নকশাল অধ্যুষিত। এখন সেটা কমে দাঁড়িয়েছে ১০-১২টিতে।” ২০২০-র মধ্যে নকশালমুক্ত ভারত গড়ার-ও ডাক দেন তিনি।

নভেম্বরের ১২ তারিখ ১৮টি আসনে এবং ২০ তারিখ ৭২ টি আসনে ভোট এই রাজ্যে। ভোটের আগে বিরাট সংখ্যক মাওবাদীর আত্মসমর্পণকে ছত্তীসগড়ের বিজেপি সরকারের রাজনৈতিক এবং প্রশাসনিক সাফল্য হিসেবেই দেখছেন পর্যবেক্ষকদের অনেকে। পুলিশের তরফে জানানো হয়েছে, এখন এই ৬২ জনকে রাখা হবে রিহ্যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*