জর্জ সাম্পাওলিকে সতর্ক করলেন দিয়েগো মারাদোনা

Spread the love

আর্জেন্টিনার কোচ জর্জ সাম্পাওলিকে রীতিমতো সতর্ক করলেন ফুটবল তারকা দিয়েগো মারাদোনা। তাঁর কথা, ট্যাকটিকস না বদলালে দেশে তাঁকে মোটেই স্বাগত জানানো হবে না। “এভাবে খেলালে ও আর্জেন্টিনায় ফিরতে পারবে না।” বিশ্বকাপে আইসল্যান্ডের সঙ্গে লজ্জাজনক ড্রয়ের পর একসময়ের আর্জেন্টিনার কোচ মারাদোনার বক্তব্য, “আইসল্যান্ডের ফুটবলাররা ১.৯০ মিটার লম্বা এটা জেনেও ভালভাবে তৈরি হয়নি দল। মনে হচ্ছে, দলের সবার বুকের মধ্যে একটা রাগ রয়েছে।”

স্পার্টাক স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটে আগুয়েরোর গোলে এগিয়ে যায় মেসিরা। তার ৪ মিনিটের মধ্যে এই প্রথম বিশ্বকাপে খেলা ধর্তব্যের মধ্যে না থাকা আইসল্যান্ড গোল শোধ করে দেয়। তারপর মেসির পেনাল্টি শট আটকে দেন আইসল্যান্ডের গোলকিপার হানেস হলডারসন। মারাদোনা কিন্তু মেসিকে সমালোচনা করতে রাজি নন। তিনি বরং তোপ দেগেছেন সাম্পাওলির দিকেই। “আমি খেলোয়াড়দের দোষ দেব না। আমি তাদের কাজের অভাবের কথা বলতে পারি। তাদের দোষ দেব না, মেসিকে তো নয়ই। ওর যা দেওয়ার ও দিয়েছে। আমি পাঁচটা পেনাল্টি মিস করেও সেই দিয়েগো মারাদোনাই আছি। আমি মনে করি না, মেসি পেনাল্টি মিস করেছে বলেই আর্জেন্টিনা দুই পয়েন্ট খুইয়েছে।”

আগামি ২১ জুন সেন্ট পিটার্সবার্গে ক্রোয়েশিয়ার সঙ্গে আর্জেন্টিনার খেলা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*