বিকেলে বাজার খোলার নতুন সময় জানালেন মমতা, সোনার গয়নার দোকানকেও দেওয়া হলো ছাড়

Spread the love

দোকান- বাজার খোলা রাখার সময়ে কিছুটা বদল আনল রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন জানিয়েছেন, সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বাজার খোলা থাকবে ৷ তবে বিকেলে বাজার খোলা থাকবে ৫টা থেকে ৭টা পর্যন্ত ৷

কয়েকদিন আগেই রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছিল, বিকেল ৩ থেকে ৫টা পর্যন্ত বাজার খোলা থাকবে ৷ তবে জরুরি পরিষেবা এবং মুদি জিনিসের দোকান এর আওতায় পড়বে না ৷ মুখ্যমন্ত্রী এ দিন জানিয়েছেন, সোনার গয়নার দোকানগুলির খোলা রাখার ক্ষেত্রেও কিছুটা নিয়ম শিথিল করছে সরকার কারণ সকাল ৭টা থেকে১০টা দোকান খোলাটা তাদের পক্ষে অসুূবিধাজনক হয়ে দাঁড়িয়েছিল ৷ নতুন নির্দেশিকা অনুযায়ী, দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত সোনার দোকান খোলা রাখা যাবে ৷

এছাড়া গত ৩০ এপ্রিল রাজ্য সরকারের তরফে শপিং মল, সিনেমা হল বন্ধ সহ যে যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তার সবই অপরিবর্তিত থাকছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*