এআইবিএ-র সদ্য প্রকাশিত র্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠে এলেন মেরি কম। ৪৮ কেজি ক্যাটেগরিতে ১৭০০ পয়েন্ট নিয়ে শীর্ষে দেশের এই মহিলা বক্সার। ২০১৮ নভেম্বরে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে সবচেয়ে সফল বক্সার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন নিজেকে। তার যথাযোগ্য সম্মান প্রতিফলিত হয়ে দেখা দিল র্যাঙ্কিংয়ে।
নতুন বছরের শুরুতে নতুন এই সম্মান মেরির মুকুটে নতুন পালক হিসেবে যোগ হলো। ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের প্রকাশিত র্যাংকিংয়ে ৪৮ কেজি বিভাগে পয়লা নম্বরে স্থান করে নিয়েছেন বছর পঁয়ত্রিশের মেরি। ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পথে লাইট ফ্লাইওয়েট ক্যাটেগরিতে ইউক্রেনের হ্যানা ওখোতারকে পরাস্ত করেন মণিপুরি বক্সার। একইসঙ্গে একাধিক নজিরের মালকিন হন মেরি কম।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা ছাড়াও ২০১৮ কমনওয়েলথ গেমসে সোনা আসে মেরির ঝুলিতে।
Be the first to comment