৩৬ বছর পর ফের বহু কাঙ্খিত বিশ্বকাপের ট্রফি জিতল আর্জেন্টিনা। বিশ্বজুড়ে আর্জেন্টিনা সমর্থকরা এখন সেলিব্রেশনের মুডে। কিন্তু এ যেন এক বালতি দুধে একফোঁটা চোনা। আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ গোল্ডেন গ্লাভ পুরস্কার জেতার পর তাঁর সেলিব্রেশনের স্টাইলে ঝড় বইছে বিশ্বজুড়ে।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নাটকীয় পেনাল্টি শুটআউটে ফ্রান্সের গোল রুখে দিয়ে জয়ের অন্যতম নায়ক মার্টিনেজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক পোডিয়ামের উপরে দাঁড়িয়ে তাঁর গোল্ডেন গ্লাভ ট্রফিটি নিজের কোমড়ের সামনে দৃষ্টিকটূ ভাবে চেপে ধরেন। সেই সময় তাঁর কাছাকাছি দাঁড়িয়েছিলেন কাতারের বিভিন্ন কর্মকর্তা। পরবর্তী সময়ে এই পুরস্কারকে তাঁর মাথার উপরে তুলে নাড়াতে দেখা যায়।
অতিরিক্ত সময়ের শেষ মুহুর্তে মার্টিনেজ একটি বড় সেভ করে খেলাকে স্পট-কিক-এ নিয়ে যান এবং তারপরে শ্যুটআউটের সময় ফ্রান্সের শট আটকে খেলায় পার্থক্য গড়ে তোলেন।
মার্টিনেজ কোনও শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হবেন কিনা তা স্পষ্ট নয়। তবে আর্জেন্টিনার ফেডারেশনের পক্ষ থেকে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে। কারণ, ৩৬ বছর পরে তাদের বিশ্বজয়ের অন্যতম কারিগর যে মার্টিনেজ!
Be the first to comment