মসজিদে ভয়াবহ হামলায় ১৬ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোতে এই হামলা হয়েছে। স্থানীয় সময় সন্ধে নাগাদ একদল সশস্ত্র দুষ্কৃতী এই হামলা চালিয়েছে বলে খবর। ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে এবং তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। স্থানয় সময় শুক্রবার সন্ধে ৭-৮ টার মধ্যে এই হামলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
সালমোসি নামে একটি এলাকার মসজিদে এই হামলা হয়েছে। ঘটনার পরই আতঙ্কে বাড়ি ছাড়েন বহু বাসিন্দা। তবে এই এলাকায় জঙ্গি হামলার ঘটনা নতুন নয়। প্রায়শই এই ধরনের হামলা হচ্ছে। গত সেপ্টেম্বরেই এক জঙ্গি হামলায় এই অঞ্চলে ৬০ জন প্রাণ হারিয়েছে।
২০১৫ পর্যন্ত বুরকিনা ফাসোতে সেভাবে জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। তবে প্রতিবেশী মালি ও নিগারে জঙ্গি হামলা হত প্রায়শই। তবে সাম্প্রতিককালে সেখানে ঢুকতে শুরু করেছে জঙ্গিরা। মূলত আল-কায়েদা ও আইএস জঙ্গিদেরই আধিপত্য সেখানে।
প্রথমে উত্তর ও পরে পূর্ব দিক থেকে জঙ্গিরা ঢুকতে শুরু করেছে এখানে। বুরকিনা ফাসো তে একাধিক জঙ্গি হামলায় প্রায় ৬০০ জনের মৃত্যু হয়েছে। যদিও স্থানীয় সূত্র বলে সংখ্যাটা হাজারেরও বেশি। অন্তত তিন লক্ষ মানুষ এলাকা ছেড়েছে। ৩০০০ স্কুল বন্ধ হয়ে গিয়েছে।
Be the first to comment