পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে পড়তে হবে মাস্ক, থাকতে হবে স্যানিটাইজার; মাধ্যমিক পরীক্ষা কি কি বিধিনিষেধ পর্ষদের?

Spread the love

করোনা সংক্রমণ কমলেও নির্মূল হয়নি কোভিড। সেই কারনে কোভিড বিধি বিষয়ে সতর্ক পর্ষদ। জারি করা হয়েছে একগুচ্ছ বিধিনিষেধ। পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে পড়তে হবে মাস্ক, থাকতে হবে স্যানিটাইজার।  প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে আইসোলেশন রুম। এছাড়াও অভিভাবককদের পরিক্ষাকেন্দ্রে ঢোকার উপর থাকবে বিশেষ নজরদারি। 

পরীক্ষায় নকল রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে পর্ষদ। এবারেও মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না পরিদর্শকরা। এছাড়াও পরীক্ষা শুরুর পরে প্রথম একঘণ্টা শৌচালয়ে যাওয়ায় জারি আছে নিষেধাজ্ঞা। প্রয়োজন অনুযায়ী এলাকাভিত্তিক ইন্টারনেট বন্ধ থাকার সম্ভাবনাও রয়েছে।        

২০২২-এর মাধ্যমিক পরীক্ষা খাতায় কলমে হবে এমন সিদ্ধান্ত আগেই নিয়েছিল পর্ষদ। কিন্তু ওমিক্রনের দাপট বাড়ায় সংশয় তৈরি হয় হলে গিয়ে পরীক্ষা দেওয়ার বিষয়ে। সংক্রমণ কমায় দূর হয় সেই আশঙ্কা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*