মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বিশ্ববাংলার দৌলতে আবারও জনপ্রিয় হচ্ছে মসলিন। দিল্লী ও বাংলায় অবস্থিত বিশ্ব বাংলার বিপণীগুলিতে হুহু করে বেড়ে চলেছে মসলিনের চাহিদা। এই মসলিনের উৎপত্তি ঢাকায় হলেও, সারা বাংলার গর্ব এই মসলিন। খুব ভালো মানের তুলো থেকে মসলিন তৈরী করা হয়।
বিশ্ব বাংলার বিপণীতে খুব চাহিদা এই সব মসলিনের কাপড়ের। শাড়ি, রুমাল, ছেলেদের শার্ট – রকমারি সম্ভার এই বিপণিগুলিতে। ২০১১তে ক্ষমতায় আসার পর রাজ্য সরকার মসলিন শিল্পীদের উন্নয়নের জন্য চালু করেছেন নানা প্রকল্প। আনুমানিক ৩০০ পরিবার এই শিল্পের সাথে যুক্ত।
Be the first to comment